জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন নিরহংকার, সাদামাটা মানুষ।তিনি অনেক বড় মাপের মানুষ হওয়া সত্ত্বেও সাধারণ জীবনযাপন করতেন। বঙ্গবন্ধুর আদর্শ মতো আমাদেরকে চলতে হবে। তাঁর আদর্শ ধারণ করতে হবে।ব্যক্তি শেখ মুজিব কি জিনিস ছিলেন সেটাও ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস।

পরে দোয়া মোনাজত শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী উদ্যোক্তাসহ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

এসময় কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহায়মিন আল জিহান, সদর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মর্জিনা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।