জানো আজ কাল – হাসিনা হারভীয়া

জানো আজ কাল বুকের ভিতরটাই
কেনো জানি খুব, খুব ব্যথা করে
কোথায় যেনো একটা কষ্ট নীরবে কাঁদায়
জানো খুব যন্রনা হয় বুকের ভিতর টাই

যখন খুব কষ্ট হয়, তোমাকে আকড়ে ধরে
তোমার বুকে মুখ লুকাতে ইচ্ছে করে
তাই তো আমি বার বার ছুটে যায়
তোমার হৃদয় নীড়ে অন্তর জমিনে

জানো যখন তোমাকে আকড়ে ধরে
তোমার বুকে আমি মুখ লুকাই
তুমি যখন তোমার সমস্ত ভালোবাসা গুলো
আমাকে উজার করে দাও তখন
আমার সমস্ত কষ্টগুলো কোথায় যেনো
হারিয়ে যায় দুরে বহুদুরে

জানো যখন অভিমান গুলো অন্তরে
বাসাবাঁধে তখন হৃদয় দিয়ে কাব্য লিখি
তুমি যখন কষ্ট দাও আমায়
আমার হৃদয় প্রান্তরে বেদনায়
অশ্রুঝরে নীরবে দুচোখে তখন
মনটা হয়ে পড়ে দিশেহারা আর একাকীত্ব

আমি যেদিন চিরো তরে হারিয়ে যাবো
সেদিন হয়তো তুমি বুঝবে আমি
তোমাকে কতটা ভালোবেসেছি
সেদিন কিন্ত আমি আর ফিরে আসবো না

সেদিন আমি ধ্রবতারা হয়ে জ্বলব
হাজার তারার মাঝে আমায় খুজে দেখো
হাজার তারার ভিড়ে
তোমাকে ছেড়ে থাকার কথা ভাবলেই
কেনো জানি বুকের ভিতরটাই
খুব ব্যথা করে, খুব যন্ত্রনা হয়

জানো টুকরো টুকরো কষ্টগুলো
আজ কাল খুব চোখে অশ্রু ঝরায়।