জীবননগরে অটো মিলের পুরাতন বয়লার বিস্ফোরণ, শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে মা-বাবা অটো রাইচ মিলের পুরাতন ও নিন্মমানের বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন নামে (২২) এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার বেলা পৌনে ১২ টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলা নামক স্থানে মেসার্স মা-বাবা এগ্রো ফুডে এ ঘটনা ঘটেছে।

নিহত ফয়সাল হোসেন জীবননগর পৌর সভার ৫নং ওয়ার্ড লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং মা-বাবা এগ্রো ফুডের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী মো. রাকিব হাসান জানান, ফয়সাল হোসেন, রোববার বেলা পৌনে ১২ টার সময় মা-বাবা এগ্রো ফুডের পুরাতন একটি বয়লারে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বয়লারের আঘাতে ফয়সাল হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে বয়লার বিস্ফোরণে ফয়সাল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের আবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।