জীবননগরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত সভায় এমপি টগর

সারা দেশের ন্যায় জীবননগর উপজেলায় করোনা ভাইরাস ( কোভিট-১৯)এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার কতৃক ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে এ জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর উপজেলায় করোনা ভাইরাস ( কোভিট-১৯)এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার কতৃক ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামুলক আলোচনা করেন চুয়াডাঙ্গা-২আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

এ সময় তিনি বলেন,লকডাউন বাস্তবায়নে সরকারি ভাবে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা সকলকে মানতে হবে।এবং সাধারন মানুষকে মানাতে হবে এর জন্য যা যা করার দরকার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।আমাদের সকলকে একত্রিত হয়ে নিজ নিজ দায়িত্বে মানুষকে সচেতন করতে হবে।বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দেওয়া যাবে না,এক এলাকা থেকে অন্য এলাকাতে প্রবেশ করতে দেওয়া হবে না।

ভ্যান,ইজিবাইক,সিএনজি চলাচল বন্ধ করতে হবে।প্রয়োজনে তাদের সরকারি ভাবে সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর -৫৮বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসান,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা,সাধারন সম্পাদক নজরুল ইসলাম,জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম,জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান,উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ,হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু প্রমুখ।