জীবননগরে কোভিট -১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

জীবননগরে আনুষ্ঠানিক ভাবে কোভিট-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টার সময় স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাহমুদা খাতুনের টিকাদানের মধে দিয়ে জীবননগরে কোভিট ১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ সেলিনা আখতার, জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আর এম ও) ডাঃ মাহমুদ বিন হেদায়েত সেতু,

সাংবাদিক চাষী রমজান, মাজেদুল মিল্টন, সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনে রেজিষ্ট্রেশনকৃত জীবননগর উপজেলায় ২৩জনকে টিকা প্রদান করা হয়।

পর্যায়ক্রমে জীবননগর উপজেলায় ৩হাজার ব্যাক্তিকে কোভিট-১৯ টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্েরর কর্মকর্তাগণ।