জীবননগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জীবননগরে ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্যাকেটজাত করার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ ও জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোঃ হুমায়ন কবিরের নেতৃত্বে জীবননগর উপজেলার হাসাদহ রোডের নতুন তেতুলতলায় মেসার্স নিশান ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য,অস্বাস্থ্যকর ভাবে খাবার তৈরি ,মেয়াদ মূল্য বিহীন অননুমোদিত নিন্মমানের শিশু খাদ্য তৈরি ও ক্রয় বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯অনুযায়ী ৪০হাজার টাকা এবং জীবননগর পৌর এলাকার ব্রীজমোড় এলাকায় মেসার্স চৌধুরী মুড়ি ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকরভাবে মুড়ি তৈরি ও প্যাকেট মোড়কীকরণ বিধি মেয়াদ মুল্য ইত্যাদি অমান্য করায় ১৫হাজার জরিমানা করা হয়।এ সময় সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ।