
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—মুক্তারপুর গ্রামের ঈদগাহপাড়া এলাকার সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) এবং একই এলাকার জুয়েল মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (৭)। তারা দু’জনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে দুপুরে রিমন, জুনায়েদ ও রাব্বি নামের তিন বন্ধু মিলে বাড়ির পাশের ভৈরব নদীতে গোসল করতে যায়। নদীতে পাটজাগ দেওয়া ছিল। গোসলের একপর্যায়ে তারা সেই পাটজাগের ওপর উঠে খেলা করছিল। হঠাৎ রিমন পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে জুনায়েদও পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা রাব্বি দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।
পরিবার ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনায় মুক্তারপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।