জীবননগর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

জীবননগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১টার সময় জীবননগর পৌর সভার আয়োজনে পৌর সভার হল রুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিমা আক্তার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর সচিব জায়েদ হোসেন, ডাঃ হেলেনা আক্তার নিপা, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, পৌর প্যানেল মেয়র শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলার শোয়েব আহম্মেদ অঞ্জন, জয়নাল আবেদীন, জামাল হোসেন খোকন, ওয়াসিম রাজা, আবুল কাশেম, আপিল উদ্দিন, বিউটি খাতুন, পরিছন বেগম প্রমুখ।

জীবননগর পৌর সভা সুত্রে জানা গেছে আগামি ৫জুন হতে ১৯এ জুন পর্যন্ত জীবননগর পৌর সভার ১টি স্থায়ী ও ২৪টি অস্থায়ী টিকা কেন্দ্রে ৬মাস হতে ১২মাস বয়সী ৩৯৭ শিশু এবং ১বছর হতে ৫বছর বয়সী ২হাজার ৭০৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।