জীবন রংধনু – সৌভিক

জীবনটা পরিচালনা করা খুবই কঠিন
আবেগে নেভে ওঠে নানান স্বপ্ন রঙ্গিন
যেদিকে যাই
সে দিকই আমাকে টানে
রংধনুর ন্যায় সপ্ত পথ।
সপ্ত পথের দিশেহারা হয়েÑ
যখন ফিরি বাড়ি
নাইকো আর কিছু করার
সময় যে গেল ফুরিÑ
হাজার ভেবেও এখন নাহি কোন পথ।
আমি বলিÑ
জীবন নামের এই ছোট ভেলাটিকে
ভাষাইও না বহুদিকে
যেদিকে যাবে, সেদিকই ঘুরে আসো
যা দেখবে তা ভালো করে শিখে নাও
যা পাবে তা নাও,
অতি লোভে ধরো না সপ্ত পথ
বিপদ আসলে পাবে না কোন রথ
সপ্ত পথকে নাইকো ধরার
কোন দরকার
একটি কাজই ভালোবাস
পাবে সম্মান
মনে রেখো,
সপ্ত পথের লোভে পড়ে
যদি যাও হারিয়ে
একূল ওকূল সবই যাবে
তোমার থেকে সরে।