ঝিনাইদহের প্রিয় মুখ লুতু মিয়া আর নেই

দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের চাচা ও বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াসের পিতা ঝিনাইদহের দক্ষ ক্রিড়া সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লুৎফর রহমান লুতু মিয়া আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

 রোববার বিকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের বড় ছেলে অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস জানান, গত ২৩ সেপ্টম্বর তার পিতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল ৩.১৫টায় ইন্তেকাল করেন। রোববার রাত ৮টায় উজির আলী স্কুল মাঠে জানাযা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে সমাজসেবক লুৎফর রহমান লুতু মিয়ার দাফণ করা হবে বলে নাজিম উদ্দীন জুলিয়াস জানান।

জানা গেছে, স্বধীনতা পুর্ব ও স্বাধীনতা উত্তর ঝিনাইদহ শহরের সাংস্কৃতি ও ক্রিড়া ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য্য। ঝিনাইদহে তিনি লুতু মিয়া নামে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে ঝিনাইদহের রাজনৈতিক, সামাজিক ও ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।