
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুলই সলাম অপুকে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে সনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদা আমলী আদালতে হাজির করা হলে বিচারক ওয়াজিদুর রহমান দুই দিনের এ রিমান্ড মঞ্জুর করেন।
সদর থানা সুত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরবর্তিতে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঢাকা থেকে শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসা বাদেও জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্টে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে ছিলাম। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেএবং থানা হেফাজতে রেখে জিজ্ঞাসা বাদের নির্দেশ দেন।
উল্লেখ, সফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়। পওে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অপুকে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।