ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে জসিম উদ্দীন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিযনে রামনগর গ্রামের শওকত আলীর ছেলে। জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত কারনে তাকে সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থান শনিবার (৩০ মে) ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অপূর্ব কুমার সাহা।

তিনি আরো জানান, গত ২৭ মে জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন জসিম উদ্দীন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। শনিবার ভোর ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। সদর হাসপাতালের একজন ডাক্তার প্রতিনিধিসহ ইসলামী ফাউন্ডেশনের একটি টিম তার লাশের দাফন কাফনের ব্যবস্থা করছেন বলেও তিনি জানান।