ঝিনাইদহে করোনা আক্রান্তদের মধ্যে ওমিক্রনের লক্ষণ

ঝিনাইদহে গত ৩ দিনে ১৫ জন করোনায় রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সকলেরই ওমিক্রনের লক্ষণ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বর্তমানে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এক জন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আর বাকিরা নিজ বাড়িতেই চিকিৎসাধনী।
ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন জানান, আক্রান্তদের মধ্যে একটি পরিবার ভারত থেকে এসেছে এবং বাকিদের ঢাকা, খুলনা সহ বিভিন্ন স্থানে ভ্রমণের ইতিহাস রয়েছে।
এদের মধ্যে মৃদু জ্বর, মাথা ব্যাথা,গলা ব্যাথা রয়েছে। এতে আমরা ধারণা করছি এটি বাইরের দেশের যে সংক্রমণ সেটি আমাদের বাংলাদেশে ও ঝিনাইদহে এসে গেছে।
অর্থাৎ এটি ওমিক্রন হতে পারে বলে আমরা সন্দেহ করছি। আগের ধরনের মতোই একই চিকিৎসা চলছে আক্রান্তদের। এমন পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।