ঝিনাইদহে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে প্রতিকি অনশন 

ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে সারা বাংলাদেশে একযোগে প্রতীকী অনশন করে। ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলের জন্য নতুন বাজেটে আর্থিক বরাদ্দ এবং সরকার ঘোষিত ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা বহাল রাখার দাবিতে ঝিনাইদহ জেলার সকল কিন্ডারগার্টেন এর শিক্ষক কর্মচারী প্রতীকী অনশন করে।
অনশনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সহ সভাপতি শাহিনুর আলম লিটন,সাধারণ সম্পাদক বজলুর রহমান, অর্থ সম্পাদক আরেফিন অনু সহ মর্নিংবেল একাডেমি, চারুগৃহ শিশুস্বর্গ প্রি স্কুল,এজে ইন্টারন্যাশনাল স্কুল, নবগংগা একাডেমি, টুডেস একাডেমি, ইডেন একাডেমি সহ অন্যান্য কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন অবহেলিত, অসহায় অবস্থার মধ্যে দিনযাপন করা কিন্ডারগার্টেন এর দিকে সদয় দৃষ্টি দিয়ে তাদের অর্থিক প্রণোদনার ব্যবস্থা সহ  ১৩ জুনের পর সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক প্রতিবন্ধী হওয়া থেকে রক্ষা করা।