
ঝিনাইদহে জনসাধারনের দুধ খাওয়া উদ্বুদ্ধ করনের জন্য ফ্রি দুধ খাওয়ানো হয়েছে। আজ সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের আরপপুর প্রাণিসম্পদ দপ্তরের সামনে রাস্তায় ৩০০জনের মাঝে ৬০ লিটার দুধ খাওয়ানো হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলেক্ষে ৬ষ্ঠ দিনের কর্মসূচী হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের, রিক্সাওয়ালা ভ্যানবাইক ও গরিব জনসাধারনের মাঝে দুধ খাওয়া উদ্বুদ্ধ করনের জন্য ফ্রি দুধ খাওয়াএবং দুধ খাওয়ার সুফল সম্বন্ধে জন সাধারনের সচেতন করারজন্য এটি অনুষ্ঠিত হয়। প্রত্যেককে ১ গ্লাস কুসুমগরম দুধ খাওয়নো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃএ.এস.এম আতিতুজামান, ভেটেনারি অফিসার ডাঃসঞ্জীবকুমার বিশ্বাস, ঝিনাইদহের দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক মোঃআলাউদ্দীন আজাদ। এসময় জেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও কমচারী উপস্থিত ছিলেন।


