
ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রাণিসম্পদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ,এস,এম আতিকুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক মোহাঃ মসিউর রহমান, ঝিনাইদহ জেলা ভেটেরিনারি অফিসের ভেটেরিনারি অফিসার ডাঃসঞ্জীব কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাগন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মিনাক্ষী নাগ। এসময় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন ক্যাটাগারীতে ক্রেস্ট, সার্টিফিকেট, গিফটসহ নগদ অর্থ প্রদান হয়।

