ঝিনাইদহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

ঝিনাইদহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন সফল করতে ঝিনাইদহে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করে। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লবের সভাপতি এম রায়হানসহ সিনিয়র সাংবাদিক বৃন্দ।
কর্মশালায় জানান, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৪দিন ব্যাপী জেলার ৬টি উপজেলায় ১হাজার ৮২০ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এতে সেচ্ছাসেবী হিসাবে সহযোগীতা করবেন সরকারি ও বে-সরকারী মিলিয়ে ৪হাজার ২শত ৭৫ জন কর্মী। এখানে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ২০১ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৩৩হাজার ২৮৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।