ঝিনাইদহে পলিথিন রাখার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহে পলিথিন রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় শহরের নতুন হাটখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই দোকান থেকে ৪০ কেজি পলিথিন জব্দ করে।

ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নতুন হাটখোলার সুমন স্টোর ও মান্নান স্টোরে অভিযান চালানো হয়। এসময় তাদের দোকান থেকে ৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে সুমন স্টোরের মালিক অর্জুন বিশ্বাস ও মান্নান স্টোরের মালিক আব্দুল মান্নানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ফেলা হয়।

-ঝিনাইদহ প্রতিনিধি