ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। পক্ষকাল ব্যাপী চলমান এ ক্যাম্পেইন রোববার সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হাসান সহ অন্যান্যরা। এ ক্যাম্পেইন চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ বছর জেলার ৬টি উপজেলায় মোট ১ হাজার ৮’শ ৮৫ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৬’শ ৪৬ শিশুকে নীল রংয়ের এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।