ঝিনাইদহে স্কুল শিক্ষকের রমরমা কোচিং বাণিজ্য

স্কুল শিক্ষকদের কোচিং বাণিজ্য নিষিদ্ধ করলেও ঝিনাইদহে এক স্কুল শিক্ষকের চলছে রমরমা কোচিং ব্যবসা।

ঝিনাইদহ শহরের কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক রিগান মাহমুদ পুরোদমে চালিয়ে যাচ্ছে রমরমা কোচিং বাণিজ্য। প্রতিদিন ৬ব্যাচে ৪০জন করে ২০০ থেকে ২৫০জন ছাত্র নিয়ে চলে কোচিং বাণিজ্য।

প্রতিদিন সকালে ও বিকালে শহরের আদর্শ পাড়ার রফির মিলের পাশে রয়েছে তার বড় কোচিং সেন্টার। এস,এস,সিসহ সকল পাবলিক পরীক্ষার সময় দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকার কথা থাকলেও তিনি কোচিং বন্ধ করেননি। সরেজমিনে দেখতে গেলে দেখা যায় ৪০/৪৫ জন ছাত্র নিয়ে কোচিং চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে রিগান মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে এই কোচিং পরিচালিত হচ্ছে।

এব্যাপারে কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক প্রদিপ কুমার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কোন
অনুমতি দেয়নি এবং স্কুলে রেজুলেশন করে সকল শিক্ষককে কোচিং না চালানোর জন্য বলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন যদি কেউ কোচিং চালাই আমি জানতে পারলে তাকে সোকচ করা হবে।