টাকা না দিলে বাড়ি থেকে যাবো না – মেহেরপুরে কিস্তি আদায়ে দিশা এনজিও

৩০ জুন পর্যন্ত সকল এনজিওকে কিস্তি আদায় না করতে বলা হলেও সরকারি নিষেধ অমান্য করে টাকা আদায় করতে এসে না দিলে বাড়ি থেকে না যাওয়ার হুমকি দিয়েছে দিশা সেচ্ছাসেবি আর্থসামাজিক ও মানবিক কল্যান সংস্থার এরিয়া ম্যানেজার মনিরুল হক। সেই সাথে যে কোন কিছুর বিনিময়ে কিস্তির টাকা দিতে হবে বলে চাপ দেয় গ্রাহকদের।

রবিবার সকালে মেহেরপুর শহরের নতুনপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, সকালে দিশা এনজিও থেকে হঠাৎ করেই আমাদের বাড়িতে এসে কিস্তির টাকার জন্য চাপ দেয়। টাকা না থাকায় আমরা বলি কয়েকদিন পরে কিস্তির টাকা দেবো। কিন্তু এরিয়া ম্যানেজার তা না শুনে আমাদের বলে টাকা না দিলে বাড়ি থেকে যাবো না।
পরে দিশা সেচ্ছাসেবি আর্থসামাজিক ও মানবিক কল্যান সংস্থার আঞ্চলিক ম্যানেজার তৌহিদুল আলম ঘটনাস্থলে এসে সেও টাকার জন্য চাপ দেয়।

এ বিষয়ে তৌহিদুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, যেহেতু আজ থেকে সাধারণ ছুটি প্রত্যাহার করা হয়েছে তাই আমরা সীমিত আকারে কিস্তি আদায় শুরু করেছি। আমরা কাউকে চাপ দিচ্ছি না।

মেপ্র/এমএফআর