তাসকিনের পর মিরাজের আঘাত

শুরুতেই আঘাত হেনেছেন পেসার তাসকিন। ম্যাচের প্রথম ওভারটি তাকে দিয়েই শুরু করেন অধিনায়ক তামিম।

আর প্রথম ওভারেই সাফল্য। ওভারের শেষ বলে ফিরিয়ে দিলেন ওপেনার কামুনহুকামুই । তাসকিনের অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ বলটি ঠিকমতো কাট করতে পারেননি কামুনহুকামুই। পয়েন্টে দাঁড়ানো আফিফের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রানে বিদায় নিলেন।

এবার ঘূর্ণিবলে ভেলকি দেখালেন মেহেদী হাসান মিরাজ। তাসকিনের মতো তিনিও নিজের প্রথম ওভারে সাফল্য পেলেন। ভালোই খেলছিলেন ওপেনার মারুমানি। দুটি বাউন্ডারিও হাঁকিয়েছিলেন।

কিন্তু ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি আর খেলতে পারলেন না। মিরাজের অফ স্পিনটি অ্যাঙ্গেলে ভেতরে ঢুকলে ক্রস ব্যাট চালান মারুমানি। ব্যাটে-বলে হয়নি । সোজা গিয়ে আঘাত হানে স্টাম্পে। এলোমেলো হয়ে যায় স্টাম্প।১৮ বলে ১৩ রানে থামলেন মারুমানি।

এর আগে ৭ ও ১১ রানে জীবন পেয়েছিলেন মারুমানি।

এ প্রতিবেদন লেখার সময় ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৪ রান। ব্যাট হাতে নেমেছেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। রেগিস চাকাভা ১৭ বল খেলে ১৭ রানে অপরাজিত