তিন্নি নিহতের ঘটনায় বিচার দাবিতে উত্তাল শৈলকুপা ও ইবি ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে সদ্য বের হওয়া উল্ফাত আরা তিন্নির উপর পাশবিক নির্যাতন ও নিহতের ঘটনায় বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইবি ক্যাম্পাস। আজ সকালে ইবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন হয়েছে। এদিকে বিচার না হলে আরো কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেয়া হয়েছে মানববন্ধন থেকে। অপরদিকে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী জালের মতো ছড়িয়ে রয়েছে শেখপাড়া ও ইবি এলাকায়। তারা এরই মধ্যে এ ঘটনার সাথে জড়িত ৪জর কে গ্রেফতার করেছে-

তিন্নি নিহতের ঘটনা কোন ভাবেই মেনে নিতে পাছে না তার সহপাটি আর ক্যাম্পাসের শিক্ষার্থীরা। তারা মানববন্ধন করে বলছে এটা কোন ভাবেই আত্মহত্যা নয় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এরা হলো তন্ময় (২০), লাবিথ(৩০), আমিরুল(৫০) ও নজরুল ইসলাম(৪২) । এদের সবার বাড়ি শৈলকুপার বসন্তপুর গ্রামে

উল্ফাত আরা তিন্নির বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে তিন্নির বই-খাতা আর বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া নানা ক্রেস্ট-পুরষ্কার। সাদামাঠা তিন্নির জীবন-যাপন ছিল সহজ সরল । একটি অনুষ্ঠান থেকে বৃহস্পতিবার বাড়ি ফিরেই বর্বোরচিত হামলা আর পাশবিক নির্যাতনের শিকার হয়ে মারা যায় সে।

ঘটনার পর থেকে তিন্নির বাড়ি আর আশপাশের এলাকায় জালের মতো ছেয়ে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । তারা এ ঘটনায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতনের মামলায় ৪জন কে গ্রেফতার করেছে। তবে কথা বলতে রাজি হয়নি কর্মকর্তারা ।

এদিকে নিহত তিন্নির পরিবার ও স্বজনরা আসামীদের হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে। তিন্নির বাবা ইউসুফ আলী ছিলেন মুক্তিযোদ্ধা। বিচার না পাইলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা তাদেরও তিন্নি নিহতের ঘটনায় তার মা হালিমা বেগম বাদী হয়ে গত রাতেই ১২ জনের নামে নারী ও শিশু নির্যাতন

দমন আইনে মামলা করে। এদিকে তিন্নির উপর হামলার সময় হামলাকারীদের পায়ের ছাপ দেখা গেছে দরজায়। তারা দরজার পাশ দিয়ে দ্বিতলায় উঠে ঘরে প্রবেশ করে। জানালার গ্লাস ভেঙ্গেও ভেতরে প্রবেশ করে ।