তুমি – ভালোবাসার রেণু — মাহবুবা করিম

প্রিয় শত্রুর ঠোঁটকেও
আমি সুন্দর বলতে কার্পণ্য করি না।
বুকের এভারেষ্ট-নিতম্ব !
তাও-তো বিস্ময়ে আড় চোখে দেখি।
তন্দ্রার ভেতরে-বাইরে তুলি নৃত্যের ঝড়।

তুমি– তুমিতো খঞ্জর বিঁধিয়ে
হৃদে আসন পেতেছো কতকাল।
তোমারে দেখি কী কৌশলে-স্নানঘরে
সে কথা লিখি না কবিতায়।

পাছে জেনে যায়।
জেনে যায় লোকে।
প্রেমিকের বাড়ে কোলাহল।