দর্শনায় করোনা ভাইরাসে ঝুঁকিতে কাজ করছে সাংবাদিকেরা

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় করোনা ভাইরাসে ঝুঁকিতে কাজ করছে সাংবাদিকেরা। কিন্তু পাইনি কোন সুরক্ষা ব্যবস্থা। বর্তমান বিশ্বে মহামারী রূপ ধারণ করেছে নোভেল করোনা ভাইরাস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ করোনাভাইরাসের প্রভাব দেখা দিয়েছে।
আর এই বর্তমান কঠিন সময়ে ডাক্তার, পুলিশ, সেনাবাহিনী সহ সকল আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি সাংবাদিকরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরছে। কিন্তু সাংবাদিকদের দেওয়া হয়নি কোন সুরক্ষা ব্যবস্থা।
সুরক্ষা ব্যবস্থা ছাড়াই নিরলসভাবে সংবাদ সংগ্রহ করে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সাংবাদিকেরা। বাংলাদেশের অনেক সাংবাদিক এই করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছে সুরক্ষা ব্যবস্থা ছাড়া  কাজ করতে যেয়ে। কিন্তু এরপরেও কোন সুরক্ষা ব্যবস্থা এখনও পর্যন্ত পায়নি সাংবাদিকেরা।
ঠিক তেমনি চুয়াডাঙ্গা জেলার দর্শনায় করোনা ভাইরাসে ঝুঁকিতে কাজ করছে সাংবাদিকেরা কিন্তু  পাইনি কোন সুরক্ষা ব্যবস্থা। তাই সাংবাদিকদের দাবী কঠিন এই মহামারীতে যেন তাদের জন্য সুরক্ষা ব্যবস্থা করা হয়। যার ফলে আরো ভালো ভাবে কাজ করে মানুষের মাঝে সমাজের সকল প্রকার তথ্য উপস্থাপন করতে পারে।