
দর্শনায় মোটর সাইকেল চোর সন্দেহ করে এক যুবককে গণ-পিটুনী দিয়ে দর্শনা থানায় সোর্পদ করে সাধারণ জনতা। পুলিশ ও মোটর-সাইকেল মালিক পারকৃষ্ণপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদ রানা জানান, সন্দেহভাজন যুবক একজন ভারসাম্যহীন।
সে দর্শনা রেলগেট নামক স্থানের পাশে টিভিএস মোটর-সাইকেল নং:- চুয়াডাঙ্গা-হ- ১৫-৩৭০৩ গাড়িতে হাত রেখে নাড়াচাড়া করছিল। এসময় মোটর-সাইকেল চোর মনে করে এলাকার লোকজন ছুটে এসে মারটিপ শুরু করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে ভিন্ন নাম ঠিকানা বলতে থাকে। সে বলে তার নাম ইয়ামিন মিয়া, পিতার নাম জিল্লু মিয়া আবার বলে ঝিরু মিয়া। বাড়ি ঠিকানা জিজ্ঞাসা করলে সে বলে চান্দুরা, ঢাকা গাজীপুর। আবার কখনো বলে শেরপুর। ঠিকানা ঠিকমত বলতে পারছিল না।
এসময় দর্শনা থানার অফিসার ইনর্চাজ মোহম্মদ শহীদ তিতুমীর চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা কর্মতার কাছে বলে হেফাজতে নেওয়ার কথা জানান। আজ সোমবার তাকে উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় তাকে ঢাকা মানসিক চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হবে বলে অফিসার ইনর্চাজ মোহম্মদ শহীদ তিতুমীর জানান।