দর্শনায় আট লক্ষ টাকার কোরিয়ান সিগারেটসহ ২জন গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের অভিযানে দুই বস্তা কোরিয়ান সিগারেটসহ ২জন গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ওসি মোঃ মাহাব্বুর রহমান কাজল এর নেতৃত্বে এস,আই মোঃ হারুন উর রশিদ (পিপিএম), এ এস আই মোঃ শাহিন আলম, এ এস আই রওশন আলী এবং সঙ্গীয় ফোর্সসহ

দর্শনা থানাধীন নতুন গ্রাম এবং কুড়ুলগাছি গ্রামের মধ্যবর্তী দো-বেলীর পোল নামক স্থানে পিচের রাস্তার উপর হতে ০২টি চটের বস্তা ভর্তি কোরিয়ায় তৈরি SUPER SLIM GOLDEN LEAF সিগারেটসহ ২ জনকে গ্রেফতার করে।

যাহার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীরা হল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়বলদিয়া গ্রামের মৃতঃ মোফাজ্জেল হকের ছেলে মোঃ আশরাফ আলী (৫০) ও আশরাফ আলীর ছেলে মোঃ সুজন আলী (১৭)।

পুলিশ আরও জানায়, বিদেশী সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে আনায়ন করার অপরাধে তাদের গ্রেফতার করা হয় এবং আসামি ও আইনের সহিত সংঘাতে জড়িত কিশোরের বিরুদ্ধে দর্শনা থানার মামলা দায়ের করা হয়েছে।

যার মামলা নং-০৫। তারিখ ০৮/৭/২০২১ খ্রিঃ। ধারা The Special Powers Act 1974 ১৯৭৪ এর ২৫-বি(১)(বি)/২৫-ডি রুজু হয়।