দর্শনায় ক্ষুধামুক্ত বাংলাদেশ সবার জন্য খাদ্য চাই ও খাদ্য অধিকার আইন চাই বিষয়ক আলােচনা সভা

ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনিমার্ণে সবার জন্য খাদ্য চাই ও খাদ্য অধিকার আইন চাই বিষয়ক গতকাল বিকাল ৪টায় ওয়েভ ফাউন্ডেশন দর্শনা বজই অফিসে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাসমত কবিরর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলােচক হিসেবে ছিলেন কিতাব আলী।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ১২ থক ১৮ অক্টাবর দশব্যাপী খাদ্য ও পুষ্টি অধিকার ক্যাম্পইন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ওয়েভ ফাউন্ডেশন বিভিন কর্মসূচির আয়ােজন করেছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যক অফিস কেদ্রিক সকল স্তরের কর্মকর্তা ও কর্দমচারির অংশগ্রহন ক্যাম্পইন লিফলেট নিয়ে সংক্ষিপ্ত আলােচনা এবং ১৬ অক্টাবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ ও খাদ্য অধিকার বাংলাদেশের বিভিন্ন জেলা কমিটির উদ্যাগে সকাল ১০টায় জন-যুব জমায়েত, সংক্ষিপ্ত আলােচনা ও র‍্যালী অনুষ্ঠিত হবে বলে সভায় জানান। এছাড়া সভায় খাদ্য অধিকার আইন চাই দাবী করে বক্তব্য দেন কামরুজ্জামান কামাল, ইন্জিয়ার আব্দুল ওয়াহিদ, আনছার আলী, আওয়াল হাসন, সুরাইয়া, জসমিন আক্তার, লাভলী, সাহান, শাহাবুদ্দিন, মাস্তাফিজুর রহমান, মাসাররফ হাসন, ইঞ্জিনিয়ার খালিদ হাসন, মনির হাসন ও মঈন উদ্দিন প্রমুখ।

দর্শনা প্রতিনিধি: