দর্শনায় মাটি বোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ৭ম শ্রেনীর ছাত্র নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় মাটি বোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মেমনগর বি ডি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র আলামিন হোসেন লিখন (১৩) নিহত হয়েছে। লিখন দর্শনা পৌরসভার রামনগর গ্রামের আশরাফুল আলমের ছেলে।

জানাগেছে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা- মুজিবনগর সড়কের রামনগর বন্ধু টিস্টলের সামনে দিয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এ দৃর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষসুত্রে জানা গেছে লিখন পিচ রাস্তাবাদ দিয়ে পাকা রাস্তার উপর বাইসাইকেলযোগে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। এ সময় মাটি বোঝায় ট্রাক্টর ড্রাইভার সবুজ তার সাইকেলের উপর সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় লিখন।

এসময় ট্রাক্টরের ড্রাইভার আকন্দবাড়ীয়া গ্রামের সবুজ পালিয়ে রক্ষা পায়। সেই সাথে লেবাররাও পালিয়ে যায়। দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি এ এইচ এম লুৎফুল কবির দৈনিক মেহেরপুর প্রতিদিনকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে মাটি বোঝায় ট্র্যক্টরটি জব্দ করেছি।

তবে পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলে লিখনকে হারিয়ে বাবা মা দিশেহারা হয়ে পড়েছে।

তাকে রামনগর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এ মর্মান্তিক মৃত্যর ঘটনায় পরিবারসহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।