দর্শনায় ১১ কেজি রুপার গহনা আটক, মোটরসাইকেল উদ্ধার

দর্শনা সীমান্তের বাড়াদি ক্যাম্পের ৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি ৭ শ গ্রাম রুপার তৈরি গহনা ও একটি এ্যাপাচী মটরসাইকেল উদ্ধার করেছে।

বিজিবি সুত্রে জানা গেছে গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র পরিচালক শাহ মোঃ ইশতিয়াক এর নেতৃত্বে বাড়াদী ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ চোরাচালান বিরোধী অভিযান চালান সীমান্তের ৮১ নং পিলারের কামারপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।

এ সময় বিজিবির একটি টহল দল লাল রংয়ের একটি এ্যাপাচী ১৫০ সিসি মটরসাইকেলকে চ্যালেন্জ করলে মটরসাইকেল ফেলে পালিয়ে যায় কামারপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে ছিলন (২৫) পালিয়ে যায়।বাড়াদী ক্যাম্পের হাবিলদার আব্দুল জব্বার গ্রামের লোকজনের সামনে মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে কসটেপ দিয়ে মোড়ানো ১০ টি প্যাকেট উদ্ধার করে।

পরবর্তীতে বিজিবি বিশেষ টহল দল কর্তৃক ১০টি প্যাকেট হতে ১০ কেজি ৭০০ গ্রাম তৈরীকৃত রুপার গহনা উদ্ধার করতে সক্ষম হয়। যার রুপার গহনার আনুমানিক মৃল্য (পনের লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত টাকা)।

স্থানীয় জনগনের মাধ্যমে জানা যায় পালাতক মোটর সাইকেল আরোহীর নাম ছিলন মিয়া (২৫), পিতা- আব্বাস আলী, গ্রাম-কামারপাড়া, পোঃ-দর্শনা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি এ এইচ এম লুৎফুল কবির বলেন এ ঘটনায় এখনো মামলা হয়নি।

আটককৃত রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম চলছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়া চলছে।