দর্শনা কেরুর আখ রোপণ মৌসুমের উদ্ধোধন

কেরু এন্ড কোম্পানীর জমিতে ২০২০-২০২১ অর্থ বছরের আখ রোপণ মৌসুমের উদ্ধোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে কেরুর ব্যবস্থাপনা পরিচালক মো আবু সাইদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোপন মৌসুমের উদ্ধোধন করেন।

চিনিকলের কৃষি বিভাগ জানায়, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কতৃপক্ষ এ মৌসুমে ৯ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। গতকাল মঙলবার চিনি কল এলাকার ১০টি স্থানে মোট ৫২ একর জমিতে আখ রোপণের মধ্যে দিয়ে উদ্ধোধন করা হয়েছে ।

এ সময় জি এম( কৃষি ) গিয়াস উদ্দীন, ডিজিএম (খামার) হুমায়ুন কবির, শ্রমিক সংগঠনের সভাপতি মো তৈয়ব আলি সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ চিনিকলের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর চিনি করপোরেশন কেরু চিনিকল কতৃপক্ষকে ১০ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষমাত্রা নির্ধারণ করে দিলেও ৮হাজার ৫শ ৩২ একর জমিতে আখ রোপণ করা হয়েছিল।