দর্শনা পৌরসভা নির্বাচন, বিএনপি প্রার্থীর ভোট বর্জন

বিএনপি প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র পদে প্রার্থী ছিলেন তিনজন। এরা হলেন, আওয়ামীলীগ মনোনীত মতিয়ার রহমান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আশকার আলী (মোবাইলফোন)।

নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বেলা পৌনে ১২টায় ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান দর্শনা পুরাতন বাজারে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভোটবর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, অনেক ভোটকেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

এজন্য তিনি ভোটবর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। বেলা চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ নির্বাচনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন ও কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।