দর্শনা ফায়ার সার্ভিসের অদূরে সড়কের পাশে ফসলি জমির মাটি কেটে বিক্রি

চুয়াডাঙ্গা জেলার দর্শনা ফায়ার সার্ভিসের অদূরে তালতলা সড়কের পাশের ফসলি জমির মাটি চুরি করে কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা স্থল পরিদর্শন করে জানা গেছে, দর্শনার পরানপুর গ্রামের মৃত: নফর আলীর ছেলে ফজলুল হক (৩০) এর নির্দেশে সড়কের পাশের ফসলি জমির মাটি চুরি করে কেটে বিক্রি করা হচ্ছে।

এই ফসলি জমির মাটি চুরি করে কেটে নেওয়ার কারণে আশেপাশের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে জমির উর্বরতা। মাটি তার ক্ষমতা হারিয়ে ফেলছে। এতে করে চরম বিপাকে পড়ছে আশপাশের অন্য চাষী জমির মালিকেরা। একমাত্র নির্ভর যোগ্য ফসলি জমির এই ক্ষতি হওয়ার কারণে দিশেহারা হয়ে পড়ছে আশেপাশের জমির মালিকেরা।

এজন্য আশেপাশের জমির মালিকেরা যাতে দ্রুত সমস্যার সমাধান হয় এজন্য সমাজের উচ্চ মহলের মানুষের সাহায্য চেয়েছেন। চাষীরা তাদের আয়ের উৎস জমি নষ্ট করতে চায় না, তারা এর দ্রুত সমাধান চান।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনকে জানানো হয়েছে বলে জানাগেছে।

মেপ্র/আরপি