
দর্শনা বালিকা বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত পিঠা উৎসব চলে। সকাল সাড়ে ১১টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন, পিঠা উৎসবের প্রধান অতিথি দর্শনা বালিকা বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম সাবু তরফদার। সভাপতিত্ব করেন, দর্শনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির।
পিঠা উৎসবে পিঠার পরসা সাজিয়ে ১১টি স্টলের মধ্যে ১ম স্থান অর্জন করে ঘ্রাণের ভেলা, পিঠার মেলা পিঠা ঘর। এ পিঠা উৎসবে বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যোগে ১১টি স্টল অংশ নেয়। পিঠা উৎসবে অতিথি হিসাবে উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন, দর্শনা পৌর বিএনপি’র সমন্বয়ক দর্শনা সরকারী কলেজের সাবেক জিএস এনামুল হক শাহ মুকুল, দর্শনা পৌর সাবেক মেয়র শরীফ উদ্দিন, ইকবাল হোসেন, শিক্ষক নাহারুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক অপু সুলতান।
পিঠা উৎসব শেষে পিঠা উৎসবে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে পুরুস্কার বিতরণ করেন, দর্শনা বালিকা বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম সাবু তরফদার ও দর্শনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির। পিঠা উৎসবের অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক হাসমত আলী।

