
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত ১৫ লক্ষ টাকার উন্নয়নমূলক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মশিউর রহমান।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় মশিউর রহমান বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত অর্থ দিয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে দেশের শিক্ষা অবকাঠামোর উন্নয়ন, সংস্কার ও সম্প্রসারণের দায়িত্ব পালন করে। ভবিষ্যতে বিদ্যালয়টি আধুনিকায়ন করা হবে। তিনি আরও বলেন, শুধু স্কুলের বিল্ডিং নির্মাণ করলেই হবে না ছেলে-মেয়েদের লেখাপড়ার মানও আরও উন্নত করতে হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও ঠিকাদার কামরুজ্জামান বকুল, রেজাউল করিম লাল্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, কমিটির সদস্য মাহাবুবুর রহমান খোকন, লুৎফর রহমান প্রমুখ।