দাঁড়াও তাদের পাশে – নাসরীন জামান

 

আতশবাজির আলোকরাশি
আর সে হাজার ফানুস
ছাড়ছে যারা রাত আকাশে
কেমন তারা মানুষ?
করছে খরচ পটকাবাজে
কয়েক হাজার টাকা
সেই টাকাতে যেতো না কি
তাদের শরীর ঢাকা?
শীতের রাতে কাঁপছে যারা
উত্তরী হীম বায়ে
একটা কম্বল দাও না কিনে
সেই তাদেরই গায়ে।
তাদের পাশেই হাঁকাও গাড়ি
রাতের পার্টি শেষে
ধুলির চাদর দাও বিছিয়ে
সেই সে গায়ে হেসে।
চোখ যে তোমার উর্ধ্বমুখী
তাই তো তাকাও সেথা
কেমনে তবে বুঝবে দুখীর
শীত ঠেকানো ব্যথা?
আসবে আরেক নতুন বছর
চলবে বাজীর খেলা
সেই তখনও কাটবে তাদের
একইরকম বেলা।