
দামুড়হুদায় ‘ওরা বন্ধু সংঘ’র উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের বিধবা, এতিম, প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা, বৃদ্ধা ও অসহায় দিনমজুর পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলে জানিয়েছেন, সংগঠনটির প্রধান এবং মুখ্য উদ্দেশ্য ও লক্ষ্য জনকল্যাণে কাজ করে যাওয়া।
মৃদু শৈত্য প্রবাহে চুয়াডাঙ্গা জেলা তথা দামুড়হুদায় কনকনে ঠান্ডায় কাঁপছে জনজীবন। হিমেল বাতাসে জেঁকে বসেছে হার কাপানো শীত। তীব্র শীতের প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর বৃদ্ধা, খেটে খাওয়া ও নিম্নবিত্তের মানুষ। এই তীব্র শীতের কনকনে ঠান্ডায় দুর্ভোগ লাগাবে প্রতিবছরের ন্যায় এবছরও দামুড়হুদা উপজেলা সদরে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও আলাভজনক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন ‘ওরা বন্ধুসংঘ’র উদ্যোগে ৪ দিনব্যাপী শীতবস্ত্র উপহার বিতরণ কর্মসূচি পালন করা হবে। এই উপলক্ষে গতকাল রবিবার বিকাল ৩ টার সময় দামুড়হুদা ব্রিজরডস্থ লেখাপড়া কোচিং সেন্টারের একাডেমিক ভবনে সংগঠনটির ৪ দিনব্যাপী এ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ৬০জন বিধবা, দিনমজুর, অসহায় পরিবারের নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়।
ওরা বন্ধু সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মুরশেদ বীন ফয়সাল (তানজির) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এলজিইডি’র দামুড়হুদা উপজেলা কার্যালয়ের অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল কাদির।
‘ওরা বন্ধু সংঘ’র সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সচিব নাঈম হোসেন, উপসহকারী প্রকৌশলী আক্তারুল ইসলাম, আক্তার রসুল (পরামর্শক, এলজিইডি), সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হবি, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মাকসুদুর রহমান রতন, ঠিকাদার প্রতিষ্ঠান হ্যান্সি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী জাহিদ হাসান, ডিনার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খায়রুল কবির দিনার। ওরা বন্ধুর সংঘের সদস্য, তিতুয়ার রহমান, সজল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী আব্দুর রসিদ বলেন, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্বও কর্তব্য। এ ধরনের সামাজিক কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ভবিষ্যতেও ওরা বন্ধু সংঘ এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় উপস্থিত সকলে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে হাজী আব্দুল কাদির বলেন, ওরাবন্ধু সংঘ” দামুড়হুদায় ২০০৩ সালের ১২ই মার্চ যাত্রা শুরু করেন।প্রথম থেকে বিভিন্ন খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও, পরবর্তীতে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের সিদ্ধান্ত নেয়, খেলাধুলার সাথে সাথে সমাজের মানুষের নানা উন্নয়নে কাজ করতো। মূলত সে থেকেই সমাজের অসহায় বিধবা প্রতিবন্ধী, দিনমজুর ভ্যানচালক সহ নিম্নবিত্ত পরিবারের পাশে রয়েছে। সংগঠনের মানবিক বিভিন্ন কার্যক্রমের জন্য দামুড়হুদায় একটি বিশ্বস্ত ও পরিচিতি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচয় লাভ করেছে। কাজেই মানব সেবা কে কেন্দ্র করে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শীতবস্ত্র পেয়ে অনুভূতি ব্যক্ত করে দিনমজুর আব্দুস সামাদ, মোতালেব, রজব আলী বলেন, এই সংগঠনের মাধ্যমে আমি সহ আমার মত অনেকেই বিভিন্ন ধরনের সহায়তা পেয়ে আসছেন। এই তীব্র শীতে একটি কম্বল পেয়ে আমার পরিবারের খুব উপকার হলো।
সাংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মোরশেদ বিন ফয়সাল (তানজির) বলেন, মহান আল্লাহর ইচ্ছাতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সংগঠনের উদ্যোগে প্রতি বছরে শীত বস্ত্র বিতরণের সাথে সাথে আমাদের সমাজের এতিময় বিধবা দিনমজুর প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ঈদ পার্বনে ঈদ সামগ্রীর বিতরন কর্মসূচি পালন করা হয়। আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আর গুটি কয়েক মানবিক মানুষের সহযোগিতায় সেবামূলক কাজ করার অনুপ্রেরণা পেয়েছি ইনশাল্লাহ। সংগঠন সহ আমি ব্যক্তিগতভাবে এ ধরনের মানব কল্যাণে যে সকল ভাই বন্ধুরা আমাকে সহযোগিতা করেছেন উৎসাহ প্রেরণা যুগিয়ে সহযোগিতা করেছেন আমি প্রত্যেকের জন্য প্রাণ খুলে দোয়া ও সুস্থতা কামনা করছি।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন, ওরা বন্ধু সংঘ’র সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ।

