দামুড়হুদায় বালাই নাশক বিক্রেতাদের সাথে সীড কেয়ারের মতবিনিময়

দামুড়হুদায় বালাই নাশক ও খুচরা বীজ বিক্রেতাদের সাথে সীড কেয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলা ব্র্যাক অফিসের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন বালাই নাশক সমিতির সভাপতি মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথী ছিলেন, উপজেলা কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম। বিশেষ অতিথী ছিলেন, উপজেলা উপসহকারী কৃষি অফিসার জালাল উদ্দীন,সীড কেয়ারের পরিচালক মোহাম্মদ জুয়েল,জেনারেল ম্যানেজার রেজাউল ইসলাম ও ডিভিশনাল ম্যানেজার শাকিল আহাম্মেদ।

এছাড়াও বক্তব্য রাখেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বালাই নাশক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন বালাই নাশক সমিতির সভাপতি আব্দুর রব।সভায় বক্তারা টারজার-৫৫ জাতের ভুট্টার ফলন ও চাষ সর্ম্পকে ব্যাপক আলোচনা করেন।

অনুষ্ঠানে উপজেলার শতাধিক বালাই নাশক ও বীজ বিক্রেতাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন বালাই নাশক সমিতির সাধারন সম্পাদক আজিজুর রহমান।