
দামুড়হুদায় ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও ডালজাতীয় ফসল (মসুর) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার সময় দামুড়হুদা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে অফিসের সামনে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির জন্য বীজ ও সার প্রদান করা হবে। কৃষক প্রতি মিনি প্যাকের ঝামেলা ও ওজন কমের বিড়ম্বনা এড়াতে অনুমোদিত তালিকাভুক্ত প্রতি ৫ (পাঁচ) জন কৃষকের একটি গ্রুপ করে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রতি গ্রুপে থাকছে গম চাষের জন্য: ১০০ কেজি গম বীজ, ৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সার, সরিষা চাষের জন্য: ৫ কেজি সরিষা বীজ, ৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সার, শীতকালীন পেঁয়াজ চাষের জন্য: ৫ কেজি পেঁয়াজ বীজ, ৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সার, মসুর ডাল চাষের জন্য: ১০ জনের একটি গ্রুপে ৫০ কেজি মসুর বীজ, ১০০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আগত উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ।


