
দামুড়হুদা উপজেলার নাটুদহ এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ৮৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ইসকাফ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুইজন কারবারিকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (২১ জানুয়ারি) ভোর ৬টা ৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, দামুড়হুদা থানাধীন নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজারপাড়া মসজিদের সামনে পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি সন্দেহজনক প্রাইভেট কার থামার সংকেত দেওয়া হলে গাড়ির চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় প্রাইভেট কারটি ডিবির অভিযানে ব্যবহৃত ভাড়াকৃত একটি মাইক্রোবাসে সজোরে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রাইভেট কারটি আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাইদুল সরদার (৩৯), পিতা মৃত জব্বার সরদার, সাং লক্ষীকোল, ওয়ার্ড নং ০২ এবং মো. শহীদুল ইসলাম (৩৫), পিতা মো. কেয়াম উদ্দিন মল্লিক, সাং বিনোদপুর। উভয়ের থানা ও জেলা রাজবাড়ী।
পরে প্রাইভেট কারটি তল্লাশি করে আসামিদের হেফাজত থেকে ৮৪০ বোতল ভারতীয় ইসকাফ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি প্রিমিও (Premio) রেড ওয়াইন রঙের প্রাইভেট কার (আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা), একটি বাটন মোবাইল ফোন ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

