দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা টু মুজিবনগর পাকা রাস্তাটির বেহালদশা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের, কার্পাসডাঙ্গা টু মুজিবনগর পাকা সড়কের কার্পাসডাঙ্গা তেল পাম্প হতে আরামডাঙ্গা বটতলা পর্যন্ত পাকা সড়কটির বেহালদশা লক্ষ্য করা গেছে।

সড়কটির উপর মাত্র কয়েক মিটার খানাখন্দে ভরে যাওয়ার কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দেখে মনে হয় যেন এটা রাস্তা না, মাছ চাষের পুকুর, ফলে সড়কটিতে প্রায়শই ঘটে থাকে সড়ক দুর্ঘটনা। অথচ এই সড়কটি কার্পাসডাঙ্গা ইউনিয়ন বাসীর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগের প্রধান সড়ক।

প্রতিদিন এই সড়কটির উপর দিয়েই হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। কিন্তু সড়কটি মাসের পর মাস বছরের পর বছর জুড়ে খানাখন্দ হয়ে রয়েছে। থাকার কারণে যানবহন চলাচলসহ জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। পরিবহন চালকদের প্রতিনিয়ত ঝুঁকি বহন করতে হয়।

পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। কারো ইজিবাইক পাল্টি খায় কারো মালবাহী গাড়ি আবার কারো বা মোটরসাইকেল। মাত্র কয়েক মিটার সড়কের এই অবস্থা, আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে সংস্করণ করা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে ওই এলাকায় জনসাধারণ ও নিয়মিত যাতায়াত চালকগণ জানিয়েছেন।