দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে কদম আলী (৫০) নামের এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।  শুক্রবার সকাল দশটার দিকে নিজ বাড়ির সামনে পুকুরে গোসল করতে যেয়ে এ ঘটনা ঘটে। দামুড়হুদা উপজেলা হাউলি ইউনিয়ান জয়রামপুর ফকির পাড়া গ্রামে শ্বশুর বাড়িতে, প্রতিবন্ধী কদম আলী বসবাস করত।

কদম আলী দামুড়হুদা দশমী গ্রামের বসতি পাড়া ফজলু মন্ডলের ছেলে। কদম আলীর স্ত্রী বলেন আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম, এ সময় আমর স্বামী গোসল করতে গিয়েছিলো।

বেশ কিছু সময় ধরে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজি এক পর্যায়ে নিজ বাড়ির সামনে পুকুরে কদম আলীকে ভাসতে দেখেন এলাকায়বাসি। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রামবাসি জানান কিছুদিন আগে ড্রেজার মেশিন দিয়ে পুকুরটি পুনঃখনন করা হয়। পানির গভীরতা বেশি হওয়া ও কদম আলি সাতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু বলেন, কদম আলী একজন ভালো মানুষ ছিলো। অতি পরিচিত মুখ তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।