দামুড়হুদায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

দামুড়হুদায় উপজেলা ২০২০-২০২১ অর্থবছরে প্রণোদনা কর্মসুচির আওতায় খরিপ-২/২০২১-২০২২ মৌসুমে উফসি ও হাইব্রীড জাতের বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন।

দামুড়হুদায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের প্রধান অতিথী বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা ভেবে করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরনের নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা মোতাবেক এই উপকরন বিতরন শুরু করা হলো।

উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন,এই অর্থবছরে উপজেলার ৭০০ চাষির মধ্যে এই প্রণোদনা দেওয়া হবে। এরমধ্যে ৪০০জন উফসি জাতের ২কেজি বীজ,২০কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবে।

এছাড়াও ৩০০জনকে হাইব্রীড জাতের ২ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, প্রমুখ।