দামুড়হুদায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দামুড়হুদার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার দিনব্যাপী পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্টেট্র ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
জানাযায়, জেলা প্রশাসকের নির্দেশনায় করোনা ভাইরাস মোকাবেলায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার, দর্শনা, ডুগডুগি পশুহাট সহ বিভিন্ন স্থানে অভিযান করেন। এসময় পৃথক আইনে অভিযুক্ত ৭জনকে বিভিন্ন অপরাধে ৩ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, কার্পাসডাঙ্গা বাজার, দর্শনা, দামুড়হুদা বাজার, ডুগডুগি পশুহাট সব জায়গায় অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এ সময় তিনি বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত পশু হাট বন্ধ থাকবে। বিভিন্ন বাজার কমিটির সভাপতিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ সংক্রান্ত মাইকিং চলমান রয়েছে।
সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ করা হলো। আদালতে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহন আলি, দামুড়হুদা ও দর্শনা থানা পুলিশের সদস্যরা।