দামুড়হুদায় ভোর রাতে খাবারের হোটেল ও চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

দামুড়হুদায় খাবারের হোটেল ও চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৩ টি ফ্রিজ, ১ টি কালার টিভি, ১ টি পানির পাম্প, ৪ টি সিসি ক্যামেরাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভুত হয়েছে। খবর পেয়ে দামুড়হুদা লোকনাথপুরস্থ দমকল বাহিনীর লোকজন এসে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়।

অগ্নিকান্ডের খবর জানতে পেরে ঘটনাস্থলে চুটে আসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। তিনি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সাথে পরামর্শক্রমে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই দুই ব্যবসায়ীর হাতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন।

এ ছাড়া ক্ষতিগ্রস্থ দুই পরিবারের জন্য খাদ্য সামগ্রী পৌছে দেন। গত বুধবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ মনিরদ্দিনের খাবারের হোটেল ও তার বড় ভাই আশাদুলের চায়ের দোকানে ওই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা না গেলেও বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন স্থানীয় লোকজন।