দামুড়হুদা উপজেলায় ৩৭৫ জনের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করলেন উপজেলা প্রশাসন

দামুড়হুদা উপজেলা জুড়ে লকডাউনে কর্মহীন ৩৭৫জন মটর শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন দামুড়হুদা উপজেলা প্রশাসন। রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক চুয়াডাঙ্গার নির্দেশে ও ২৫৭ জন মটর শ্রমিকের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

আরও উপস্থিত ছিলে দামুুড়হুদা উপজেলাা সহকারী কমিশনার (ভুমি) সুদিপ্ত কুমার সিংহ। জেলা পরিষদের সদস্য শফিকুল কবির ইউসুফ, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টনসহ স্থানীয় রাজনৈতি ও সামাজিক নেতৃবৃন্দর অনেকে।

দামুড়হুদা উপজেলা সদরে শেখ রাসেল স্টেডিয়ামে দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্ন ধরণের পরিবহণ শ্রমিক, সেলুন কর্মী, স্বর্ণকার কর্মী, সাইকেল মেকার, কাঠ মিস্ত্রী, দোকান কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার ৩৭৫ জন ব্যক্তিকে খাদ্য সহায়তা প্রদান করা হয় আগত মটর শ্রমিকদের মাঝে উক্ত খাদ্য সহায়তা

প্রদানের এসময়, উপস্থিত অতিথিরা বলেন করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মানুষকে এই সংক্রামনের হাত থেকে বাঁচাতেই লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জেলা প্রশাসন। জীবনের মূল্যে অনেক বেশী, আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলবেন, নিজে এবং নিজের পরিবারসহ সমাজকে বাঁচাতে সকল সময় মুখে মাস্ক ব্যবহার করবেন। দূরত্ব বজায় রেখে চলবেন। সকল শ্রেনী পেশার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত ভাবে থাকবে