দৌলতপুরে করোনা স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরে করোনা স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি আদেশ অমান্য করায় দোকানদারসহ সাত জনকে সাড়ে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকালে আল্লারদর্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি আদেশ অমান্য করে আল্লারদর্গা বাজারে দোকান খোলা রাখা ও মুখে মাস্ক না পরে মোটরসাইকেলে চলাফেরা করার দায়ে দু’জন দোকানদারসহ সাত জনকে ১৮৬০ সনের দণ্ডবিধি ২৬৯ ধারায় অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, সরকারি আদেশ না মেনে বিকাল ৫টার পরও দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করে চলাফেরা করার দায়ে সাতটি মামলায় ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে তাদের সতর্ক করা হয়েছে।