দ্বিতীয় ইনিংসের শুরুতেই ২ উইকেট নেই বাংলাদেশের

এবারও ব্যর্থ ওপেনার সাইফ হাসান। জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারলেন না। প্রথম ইনিংসে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন এই ওপেনার।

আজ দ্বিতীয় ইনিংসে ৮ বল খেলে তার সংগ্রহ মাত্র ১ রান। বাংলাদেশের পক্ষে সাদা জার্সির দলের হয়ে এ পর্যন্ত ৩টি টেস্ট খেলে সাইফের রান মাত্র ২৪।

আজ দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে লাকমালের লেন্থবল বুঝেই ওঠেননি সাইফ। তার ব্যাটে ছোঁয়া লেগে বল চলে যায় উইকেটরক্ষক ডিকভেলার গ্লাভসে।

সাইফের ব্যর্থতার পর ব্যর্থ হলেন প্রথম ইনিংসে সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন শান্তও। একওভার পরে লাকমালের জোড়া শিকারে পরিণত হন শান্ত। প্রথম ইনিংসে ১৬৬ রান করা এই ব্যাটসম্যান এবার রানের খাতাই খুলতে পারলেন না।

লাকমালের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন। শান্তর আউটের পর তামিমকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন অধিনায়ক মুমিনুল হক।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৭ রান। তামিম ২৯ বলে ২৬ রানে অপরাজিত। ৩ বাউন্ডারি আর ১ ছক্কার মারে এই রান করেছেন।