নতুন প্রযুক্তি তৈরিতে নিজস্ব এআই আনছে রাশিয়া

নতুন প্রযুক্তি তৈরিতে নিজস্ব এআই আনছে রাশিয়া

বর্তমান প্রযুক্তিবিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে পশ্চিমা বিশ্বের একচেটিয়া আধিপত্য বিরাজ করছে। এই আধিপত্য মোকাবিলায় রাশিয়ায় নতুন প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জার্নি কনফারেন্সে পুতিন এমন ঘোষণা দেন। খবর দ্য বিজনেস ইনসাইডার।

খবরে বলা হয়, গত শুক্রবার ঐ সম্মেলনে শক্তিশালী প্রযুক্তিটির ওপর পশ্চিমা দেশগুলোর প্রভাব মোকাবিলায় নিজেদের এআই বিকাশের জন্য একটি নতুন জাতীয় কৌশল পরিকল্পনার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ‘আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার দেশীয় মডেলগুলো অবশ্যই বিশ্ব সংস্কৃতির সব সম্পদ ও বৈচিত্র্য, ঐতিহ্য, জ্ঞান এবং সব সভ্যতার প্রজ্ঞা প্রতিফলিত করবে। রাশিয়া জেনারেটিভ এআই এবং মেশিন লার্নিং মডেলগুলোতে তাদের গবেষণা আরো জোরদার করবে।

এই লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া তাদের সুপারকম্পিউটিং শক্তি বাড়াবে এবং শীর্ষ স্তরের এআই শিক্ষার উন্নয়ন করবে। একইসঙ্গে আইন পরিবর্তন করতে এবং তার লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতেও কাজ করবে।’ এসময় তিনি পশ্চিমা এআই মডেলগুলোর পক্ষপাতিত্বের অভিযোগ করেন।