নারী ও শিশু অধিকার ফোরামের কুষ্টিয়া জেলা শাখা কমিটি অনুমোদন

নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করে আসা দেশের বৃহৎ সামাজিক সংগঠন নারী ও শিশু অধিকার ফোরামের কুষ্টিয়া জেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় কমিটির আহবায়ক সেলিমা রহমান ও সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরীর সাক্ষরিত ৭৮ সদস্য বিশিষ্ট কমিটি উনুমোদিত হয়েছে।

সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক ও আমাদের কণ্ঠের কুষ্টিয়া জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, সিনিয়ার সহ সভাপতি অ্যাড. হাফিজুর রহমান মনির, সহ-সভাপতি অ্যাড. শাতিল মাহমুদ, জয়নাল আবেদিন প্রধান, শাহানা বেগম শাপলা, অধ্যাপক আকমল হোসেন, মনিরুজ্জামান কাজল, আলেয়া বেগম, শিরিন রতন, অ্যাড. খাইরুল ইসলাম, রেজাউল করিম মাষ্টার, অ্যাড. বুলবুল আহমেদ।

সাধারণ সম্পাদক মোছা: ইন্দোনেশিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আশিক রেজা, যুগ্ম সম্পাদক ইসমোত জাহান পূনম, ফিরোজ আহমেদ তপন, আক্তারুজ্জামান সজল, রুনা রহমান, রজি খান, মোতাহার হোসেন, মারফত আলী, অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন সহ সাংগঠনিক, ফেরদৌস সানি, অ্যাড. সৈয়দা শাহিনা, কোষাধাক্ষ অ্যাড. রেজাউল করিম, সহ কোষাধাক্ষ অ্যাড. হাসান রাজ্জাব রাজু, জান্নাতুল, দপ্তর সম্পাদক এস এম আলআমিন,

সহ দপ্তর সম্পাদক অ্যাড. ইকবাল খান, নূরুন্নাহার শিল্পী, প্রচার সম্পাদক অ্যাড. আয়েশা সিদ্দিকী, সহ প্রচার সম্পাদক অ্যাড. সাবিনা সুলতানা শিল্পী, অ্যাড. তরিকুল ইসলাম, আইন সম্পাদক অ্যাড. আবুল হাশেম বাদশা, সহ আইন সম্পাদক অ্যাড. জমিরন, অ্যাড. আব্দুল মজিদ নির্বাহী সদস্য ডা. নেহেরুল হক, ডা. বজলুর রশিদ, সৈয়দা ফাহিমা বানু, আব্দুল হক, মহাসিন রেজা, সৈয়দ আমজাদ আলী, অ্যাড. শামিম-উল হাসান অপু, শহীদ সরকার মঙ্গল,

কে এম আলম টমে, হাফিজুর রহমান, কাজল মাজমাদার, অ্যাড. হাসিনা মাহমুদা সিদ্দীকা, অ্যাড. শামীমা আক্তার, অ্যাড. কাজল রেখা, রেহেলা খাতুন, ফাতেমা খাতুন, রিংকী খাতুন, শফিকুল ইসলাম শফিক, রিনা আক্তার, রেখা বেগম, নাহিদা আক্তার, নাসিমা খাতুন, বুলু খাতুন, পারভীন সুলতানা, সাজেদা পারভীন, শেহাবুল ইসলাম, রাশিদুল ইসলাম চমল, সাব্বির হাসান কল্লোল, অধ্যাপক হারুন-আর রশিদ,শারমিন আক্তার, সোহাগী পারভিন,

শামীম উদ্দীন, নুরুল আমিন বাবল, অ্যাড. আব্দুল হান্নান, আসাদুজ্জামান রুমন, মমিনুর রহমান মমিন, ইকবাল মোহাম্মাদ এডিন, মিলন খান, মাহাবুল আলম সহ মোট ৭৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমদিক হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পর্দাধিকার বলে উক্ত কমিটির উপদেষ্টা হিসাবে দায়িত্বে থাকবেন বলেও কমিটিতে উল্লেখ করা হয়েছে।

নারী ও শিশু অধিকার ফোরাম সারাদেশে নারী ও শিশুদের অধিকার আদায়ের জন্য কাজ করে চলছে।
অনুমদিত কমিটি কুষ্টিয়াতে সকল অবহেলিত নারী ও শিশুদের পাশে থাকবেন বলে জানান নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক।

-কুষ্টিয়া প্রতিনিধি